Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউনিয়নের ইতিহাস

ইউনিয়নের ইতিহাস

গ্রামীন আর্ত সামাজিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন এবং জনগনের অংগ্রহন নিষ্চত করতে ইউনিয়ন পরিষদের গুরুত্ব অপরিসীম। গ্রামীন স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসাবে ইউনিয়ন পরিষদ বিভিন্ন সময়ে বিবর্তনের মধ্য দিয়ে আত্ম প্রকাশ করেছে। তাহারই ধারাবাহিকতায় ১‌৯৩০-১৯৩১ইং সালে বৃটিশ শাসনামলে পঞ্চ ভারতে পঞ্চায়েত ব্যবস্থা চালু করেন। তৎকালীন সময়ে অত্র ইউনিয়নের বাঙ্গালা নামক গ্রামের মৃত নাজির উদ্দিন মন্ডল পঞ্চায়েত নির্বাচিত হন।তাঁরই গ্রামের নামানুসারে বাঙ্গালা পঞ্চায়েত নাম করন করা হয়।ইহার পর স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন বিবর্তনের মাধ্যমে বর্তমান অত্র ২নং বাঙ্গালা ইউনিয়ন পরিষদ নামে অভিহিত হচ্ছে। উক্ত ইউনিয়ন পরিষদের কার্যক্রম ১৯৬০সন পর্যন্তউক্ত বাঙ্গালা গ্রামের উক্ত প্রথম পঞ্চায়েতের বাড়ীতেই অফিস পরিচালিত হইত।ষাট দশকে অত্র পরিষদের ভূতপূর্ব মৃত্য আব্দুল করিম বক্স আকন্দ,মৃত কায়েম উদ্দিন সরকার,মৃত আজগর আলী মন্ডল,মৃত ডাঃ মিজানুর রহমান প্রমুখ জন প্রতিনিধিগণ আলাপ আলোচনার মাধ্যমে উক্ত ইউনিয়ন অফিস বাঙ্গালা গ্রামে অবস্থিত থাকায় তাহা ইউনিয়নের পূর্ব সীমানায় অবস্থিত হেতু ইউনিয়নের পশ্চিম এলাকার সর্বসাধারনের উক্ত পরিষদের সহিত যোগাযোগের দুরত্ব প্রায় ৬.০০কিলোমিটার হওয়ায় সর্বসাধারনের সুবিধার জন্য অত্র ইউনিয়ন পরিষদ কার্যালয় বাঙ্গালা হইতে স্থানান্তর করিয়া ইউনিয়নের মধ্যস্থল অত্র ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের ধরইল বাজারে স্থানান্তর করা হয়।ধরইল বাজারে অত্র ইউনিয়ন পরিষদ অন্যের জায়গায়  পরিচালিত হইয়া আসিতেছিল।১৯৯৪ইং সালে উক্ত ব্যক্তি মালিকানা ব্যক্তি শ্রী কৃষ্ট লাল সরকার তাহার নামীয় ০.২৬শতাংশ ভুমি অত্র ২নং বাঙ্গালা ইউনিয়ন পরিষদ বরাবর দান করিয়া দিয়েছিলেন। তাহার উক্ত দানকৃত ভুমির উপর অত্র ইউনিয়ন পরিষদ পরিচালিত হইয়া আসিতেছে এবং বর্তমান ইউনিয়ন পরিষদের কম্পেক্স ভবন নির্মানাধীন রহিয়াছে।বর্তমানে ইউনিয়ন পরিষদটি যে স্থানে অবস্থিত তাহার পূর্ব পার্শ্বে সরকারী হাট বাজার, উত্তরে উল্লাপাড়া টু খালকুলা (তাড়াশ) সি.এন.বি রাস্তা,দক্ষিণে সরকারী খাস জলা ভূমি এসব মিলে অত্র ইউনিয়ন পরিষদটি একটি মনোরম পরিবেশে অবস্থিত।

    পরিষদ কার্যালয়টি ইউনিয়নের মাঝখানে অবস্থিত হওয়ায় চারিদিকের দুরত্ব সমান। জনগণ স্বল্প সময়ে স্বল্প খরচে পরিষদের সহিত যোগাযোগ করিয়া বিভিন্ন সেবা গ্রহন করিতেছে।

   ফলে অত্র ইউনিয়ন পরিষদ ইউনিয়নের মাঝখানে প্রতিষ্ঠা করার ব্যপারে যে সকল ব্যক্তিগণ শ্রম ও সময় দিতয়েছেন ইউনিয়ন বাসী তাদেঁর কাছে চির কৃতজ্ঞ।

 

 

        অদ্য পরিষদের নিম্ন লিখিত ব্যক্তিগণ প্রতিষ্ঠানের প্রধান হিসাবে পরিষদ পরিচালনা করিয়াছে।যথা-

ক্রমিক নং

                     নাম

       মেয়াদকাল

             মন্তব্য

মোঃ নাজির উদ্দিন মন্ডল

১৯৩১-১৯৩৫

 

মোঃ মহির উদ্দিন সরকার

১৯৩৬-১৯৪০

 

মোঃ আজগর আলী মন্ডল

১৯৪১-১৯৪৫

 

মোঃ কায়েম উদ্দিন সরকার

১৫৬-১৯৬৫

 

মোঃ আজগর আলী মন্ডল

১৯৫১-১৯৫৫

 

মোঃ কায়েম উদ্দিন সরকার

১৯৫৬-১৯৬৫

 

মোঃ করিম বখস আকন্দ

১৯৭৭-১৯৮৩

 

মোঃ খবির উদ্দিন

১৯৭১-১৯৭৪

 

মোঃ আবু বক্কার সিদ্দিক

১৯৭৪-১৯৭৭

 

১০

মোঃ করিম বখস আকন্দ

১৯৭৭-১৯৮৩

 

১১

মোঃ বজলার রহমান তাং

১৯৮৩-১৯৮৪

 

১২

মোঃ ওছমান গাণি সরকার

১৯৮৪-১৯৮৮

 

১৩

মোঃ নেজাব উদ্দিন আহমেদ

১৯৮৮-১৯৯২

 

১৪

শ্রী গণেশ চন্দ্র শীল

১৯৯২-১৯৯৮

 

১৫

মোঃ গোলবার হোসেন তাং

১৯৯৮-২০০৩

 

১৬

মোঃ আবু বক্কার সিদ্দিক

২০০৩-২০১১

 

 

মোঃ আব্দুস সাত্তার আকন্দ

২০১১--------