Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

“ছায়ানট ক্লাব”

                                                                                              

  শিক্ষা                                               শান্তি                                                প্রগতি                         

 

 

ক্রিড়া সংগঠন

“ছায়ানট ক্লাব”

বাঙ্গালা উল্লাপাড়া, সিরাজগঞ্জ।

স্থাপিত সালঃ ১৯৯৫ইং

অবস্থিত স্থানঃ

চলন বিলের সীমানা ঘেঁষে পদ্মা এবং যমুনার মধ্যস্থলে অবস্থিত একটি স্থাননাম তার বাঙ্গালা ইউনিয়ন। পরিবারের নাম অনুসারে স্থানটির নাম করণ।ইহা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় অবস্থিত। পাখির কলতানে এখানে ভোর হয়। কোকিলের কুহু কুহু ডাকে ভরে উঠে বসন্তের দুপুর। গোধুলী বেলায় রাখাল গরুর পাল নিয়ে ফেরে তার আপন ঠিকানায়।

 

 

বর্ষ কালে বর্ষার পানিতে চারিুদক থৈ থৈ করে। বিলে ঝিলে ফুটে থাকে শাপলা। গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, আর পুকুরভরা মাছ এ এলাকার চিরন্তন বৈশিষ্ট। প্রকৃতি অপরুপ শোভা মন্ডী এমন একটি সমৃদ্ধ এলাকায় ১৯৯৬৫ সালের এই ছায়া নট ক্লাবটি গড়ে উঠে। এখানে তরুন কিশোর সকল ধরনের মানুষ এখানে সা-রে-গা -মা শিখার পাশাপাশি খেলাধুল যেমন ক্রিকেট, ফুটব, হাডুডু  ইত্যাদি খেলা এখানে হয়। এখান থেকে খেলয়াররা দেশের বিভিন্ন জায়গায় খেলে তারা অনেক সুনাম অর্জন করে আসছে। এছাড়াও এখানকার কিশোর ও যুবকরা খেলাধুলার পাশাপাশি গান বাজনা নিয়ে মেতে থাকে এই ছায়ানট ক্বাব।

 

 

  .