Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

তথ্য ও সেবা কেন্দ্র কি

 

 

ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র হলোঃ-

        তৃণমূল পর্যায়ে রসকল মানুষদের দোড় গোড়ায় তথ্য ও সকল সেবা অবাদে পৌঁছেদেয়া।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশ বরেণ্য নেত্রী শেখহাসিনার

স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যায়ে২ ০১০ইংসালের ১১ডিসেম্বর সারা দেশে সকল ইউনিয়নে তথ্য ও সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করেন।একই সাথে বাঙ্গালা ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রটি উদ্বোধন করা হয়।বর্তমানে এটি ইউনিয়নের সমূদয় মানুষের সকল প্রকার সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে কাজ করে চলছে।

সেবা কেন্দ্র হতে মানুষের চাহিদা মোতাবেক সকল প্রকার সেবাদেওয়ার প্রক্রিয়া চলছে।

এখানে জনগণকে সেবা প্রদানের লক্ষে রয়েছে-  কম্পিউটার, ল্যাপ্টপ, স্ক্যানার, মাল্টিমিডি য়াপ্রজেক্টর, প্রিন্টার ও ডিজিটাল ক্যামেরা সহ প্রায় সব ধরণের যন্ত্রপাতি।

অত্র সেবা কেন্দ্র গুলোতে সেবা প্রদানের জন্য শিক্ষিত, নম্র-ভদ্রএকজন পুরুষ ওএকজন নারী

পরিচালকের(উদ্যেোক্তা) পাশাপাশি আরও দুজন বিকল্প পরিচালক (উ্দ্যোক্তা) নিয়োগ করা হয়েছে।এরা সার্বক্ষণিক জনগণের সেবায় নিযোজিত থাকেন ।

গ্রাম বাংলার তথা প্রত্যান্তঅঞ্চলহওয়ায় এখানকারজনগণতথ্যওপ্রযুক্তিসম্পর্কেযথেষ্ট অভিজ্ঞনয়, বিধায় এখান থেকে তাদেরকে প্রযুক্তিগত ভাবেশিক্ষা প্রদানের জন্য

প্রাথমিকবিদ্যালয়, উচ্চবিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ের সকলছাত্র-ছাত্রীদেরকে কম্পিউটার ট্রেনিংএবং অবহেলিত কৃষকদেরকে প্রযুক্তিগত দিকহতে চাষাবাদ, ফসলও শাখসব্জিউন্নতবীজ, সারপ্রয়োগ, ক্ষতিকার কপোকামাকড় সম্পর্কে ধারণা দেওয়া হয় । বাংলাদেশের সকল ইউনি ন চেয়ারম্যানগণ

এই তথ্য ও সেবা কেন্দ্রের গুলোর উন্নয়নের জন্য সর্বাত্বক চেষ্টা অব্যাহত রেখে চলেছেন।