তথ্যই শক্তি তথ্যই প্রযুক্তি তথ্যই হচ্ছে জীবন মানের উন্নতি
দিন বদলের বইছে হাওয়া-ডিজিটাল বাংলাদেশ আমাদের প্রথম চাওয়া
রুপকল্প-২০২১ বাস্তবায়নের প্রথম পদক্ষেপ জনগনের দোড়গোড়ায় সেবা
ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র - এখন বাঙ্গালায়।
আমাদের কার্যক্রম সমূহঃ
১) কম্পিউটার ট্রেনিং(সফলভাবে প্রশিক্ষন শেষে কারিগরি বোর্ডেরসনদ প্রদান করা হয়।
২) ডিজিটাল স্টুডিও।
৩) ইন্টারনেট ব্রাউজিংও দেশে-বিদেশে ভিডিও ফোনের মাধ্যমে কথা বলার ব্যবস্থা।
৪) বাংলা ও ইংরেজী কম্পোজ ও লেমেনেটিং।
৫) ই-মেইল আদান-প্রদান।
৬) মাল্টিমিডিয়া প্রজেক্টর(বায়স্কোপ)ভাড়া ও বিভিন্ন অনুষ্ঠান প্রদর্শনী।
৭) অনলাইন জন্ম ও মূত্যু নিবন্ধন।
৮) বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ফরম পূরণ।
৯) স্কুল কলেজের আইডি কার্ড ও প্রশ্নপত্র তৈরী।
১০) অনলাইনে চাকুরির আবেদনও যে কোন পরিক্ষার ফলাফল প্রদান।
১১)জমির এসএ, আরএস, পর্চা ও দলিল ডিসি অফিস হতে সংগ্রহ।
১২) নাগরিকদের যে কোন আবেদন ও অভিযোগ সরাসরি ডিসি অফিসে প্রেরণ।
১৩) ছাত্র/ছাত্রীদের অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন।
১৪) বিভিন্ন দেশের ভিসা ঠিক আছে কিনা নিশ্চিত করা।
১৫) গ্রামীন ফোন,বাংলালিংক ও একটেলের রিসার্জ।
১৬) ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং-এর অনলাইন,মোবাইলব্যাংকিং।
ধন্যবাদসহ-
মোছাঃ আফরোজা পারভীন উদ্যোক্তা ও পরিচালক
ইউ আই এস সি,বাঙ্গালা।
মোবাঃ ০১৭৩৫-৭৯৯০৯৯
ই-মেইল afrozapervin02up@gimal.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস