শিক্ষা শান্তি প্রগতি
সা-রে-গা-মা
শহীদ বীরেন স্মৃতি সংগীত নিকেতন ক্লাব
১৯৭১সালে মুক্তি যুদ্ধের সময় শহীদ বীরেনকে পাক বাহিনী বা পাকিস্তানী হানাদাররা বীরেনকে গ্রোফতার করে নিয়ে যায় এবং উল্লাপাড়া শ্যামলী পাড়া ক্যাম্পে তাকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয় তাই তার পরিবার বর্গ তাকেসবার মাঝে স্মৃতি ময় এবং চিরস্বনীয় করে রাখার জন্য তার নাম অনুসারে ক্লাবের নাম করন করা হয় শহীদ বীরেন স্মৃতি সংগীত নিকেতন ক্লাব। এটি স্থাপিত হয় ১৯৭৩ সালে পরে বাঙ্গালা ইউনিয়নের ধরইল বাজারের পশ্চিম পাশে ১৯৯৫ সালে একটি টিনসিট ঘর স্থাপন করা হয়। বাঙ্গালার এই শহীদ বীরেন স্মৃতি সংগীত নিকেতন ক্লাবে শিশু কিশোর ও যুবকেরা সা-রে-গা-মা থেকে শুরু করে আধুনিক প্রজন্মের গানের চর্চা করা হয় এই ক্লাব থেকে অনেক সুনাম ধন্য শিল্পী দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। ঢাকা রাজশাহী ইত্যাদি জায়গায় তার মধ্যে -
১। শ্রী জীতেন্দ্রনাথ (রাজশাহী বেতার কেন্দ্র –লালন শিল্পী)
২। ইমন খান (ঢাকা বেতার)
৩। শ্রী বিমল চন্দ্রদাস
৪। শ্রী নিতাই সরকার
৫। শ্রী বনাই চন্দ্র সরকার
৬। শ্রী রতন সরকার
৭। সুভাস চন্দ্র সুত্রধর
৮। শ্রী সুভাস চন্দ্র সুত্রধর
৯। মোঃ আঃ ছালাম
১০। মৃত প্রদীপ চন্দ্র চক্রবর্তী
এছাড়াও আরো অনেক কিশোর ও যুবক প্রশিক্ষনরত অবস্থায় আছে।
শিল্পী ইমন এর জীবন বৃত্রান্ত-
ইমন খান দেশের সুনাম ধন্য একজন শিল্পী। বাঙ্গালা ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের দরিদ্র পরিবারে তার জন্ম। ছেলে বেলা থেকে গানের প্রতি তার আকর্ষন ছিল একটু বেশী। বন্ধুদের সাথে এখানে সেখানে বসে বসে সারে গামা শিখত পরে কোন এক বন্ধুর আগ্রহে সে শহীদ বীরেন স্মৃতি নিকেতন ক্লাবে ভর্তি হয় শেখান থেকে জন্ম হয় শিল্পী ইমন খানের –তারপ্রথম এ্যালবাম কেউ বোঝেনা মনের ব্যথা এছাড়া অন্যান্য এ্যালবাম হল-
১।কষ্টের নদী
২।ভাল বেসে দুঃখ পেলাম
৩।বুকেতে হাত রেখে বলো
৪।মন বোঝেনা মনের মানুষ
৫। ভাল বাসার মানুষ পেলাম না
৬। কোন অপরাধ ছিল না
৭। সে যে আমার মনের মানুষ
৮। অন্তর কান্দে
৯। নদীর বুকে আগুন
এছাড়া আর বিশটির মত এ্যালবাম বের হওয়ার পথে।
ইমন খান
মোঃ হোসেন আলী
মাতা-মোছাঃ আনোয়ারা খাতুন
গ্রাম-মাঝিপাড়া
ডাকঘর-ধরইল হাট,
উপজেলা-উল্লাপাড়া,
জেলা-সিরাজগঞ্জ
মোবাইল নং- ০১৭৩২-৪০৮১৩৮
skype-emonkhan
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস