বাঙ্গালা ইউনিয়নের ঠিক দক্ষিনে বিনায়েকপুর গ্রামের পশ্চিমে অবস্থিত এই বিলটি । এখানে আঠার বিঘার একটি জমির দাগ আছে বলে এই বিল টি আঠার পাকিয়া বলে পরিচিত। এই বিলটিতে সারা বৎসর কম বেশি পানি থাকে। বর্ষার পানিতে প্রচুর মাছ এসে এই বিলটিতে আটকা পরে ফলে এই গ্রামটির মানুষ সারা বৎসর প্রচুর মাছ বিক্রি করে ও খেতে পাবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস