Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
সিমলা চন্ডিকাদহ ব্রীজ
Details

চন্ডিকা দহ ব্রিজ

প্রায় দুই শত বছর আগে চন্দ্রনাথ ব্রক্ষচারী নামে এক জমিদার ছিলেন । তার পারিবারের সদস্য সংখ্যা অনেক ছিল কিন্তু পানির সংকট ছিল বাড়ীতে। তার মা তাকে সংকটের সমাধান করতে বললেন। তখন তিনি চন্ডি পাঠ করে  এই নদীর সৃষ্টি করলেন। এই জন্য এই নদীকে চন্ডিকা দহ বল। এই নদরি পাড়ে সিমলা গ্রামে একটি বট গাছ ও একটি পাইকার গাছ আছে । হিন্দুরা অনুষ্ঠানের মাধ্যমে বিবাহ দেয় তাই এই গাছকে বিয়ার গাছ বলা হয়। প্রতিদিন সকালে হিন্দু ধর্মের লোকজন এই গাছে পূজা করে। এই নদীর পারে প্রতি বছর চৈত্র মাসের শেষের দিকে স্নানের মেলা বসে। এখন এই নদীর উপর এই ব্রিজটি নির্মান হয়েছে। এতে উল্লাপাড়া হতে বাঙ্গালা ইউনিয়নের অর্থাৎ পশ্চিম এলাকার লোকেদের যাতায়াত ও মালামাল পরিবহন সহজ হয়েছে।